রবিবার, ৫ জানুয়ারী, ২০১৪

An Additional Language- Dolls (ভাষাকে শক্তিশালী করার হাতিয়ার হিসাবে পুতুল)



ছয় মাসের বেশী সময় ধরে ব্লগে লেখালেখি করিনা, ব্লগে কিভাবে ঢুকতে হয় তাও ভুলে গিয়েছিলাম! অথচ যখন শুরু করেছিলাম ইচ্ছা ছিল প্রতিদিনই কিছু না কিছু লিখব। আমার এইরকমই হয়, মাঝে মাঝেই হারিয়ে যাই, লক্ষ্য থেকে সরে যাই। কিন্তু ভালো দিকটা হলো যখন হারিয়ে যাই তখনও বিশ্বাস করি যে আবার ফিরব। তাই অনেকদিন পর হলেও আবার বন্ধুদের মাঝে ফিরলাম নতুন অভিজ্ঞতা ভাগ করে নেয়ার জন্য। কিছুদিন আগে দেশের বাইরে গিয়েছিলাম মেন্টাল হেলথ কোর্স ট্রেনিং-এ। সেখানে নতুন নতুন অনেক কিছু শিখেছি সেরকম না হলেও অনেক কিছু নতুনভাবে শিখেছি। তবে কাউন্সেলিং-এর নতুন একটা উপকরণ (tool) এর ব্যবহার খুবই আকর্ষনীয় লেগেছে যা নিয়ে আজকে লিখব।

An Additional Language- Dolls – বিষয়টা যখন ট্রেনিং ম্যাটেরিয়ালে দেখেছিলাম, বিষয়বস্তু কি হতে পারে তা অনুমান করতে পারিনি। সকালে ট্রেইনারকে দেখে একজন মন্তব্যও করে ফেললো যে ট্রেনিং বোরিং হবে! কিন্তু আমাদের যা মনে হয় তা সবসময় যে সত্যি হয়না তা প্রমাণ করার জন্যই ট্রেইনার চমৎকার একটা এক্সারসাইজ করিয়ে আমাদের মনযোগ টেনে নিলেন। তারপর ঘোষনা করলেন যে উনি একটি ফ্রি কাউন্সেলিং সেশন দিবেন তারজন্য ভলান্টিয়ার লাগবে তবে বিরতির পর। ফ্রি পেলে নাকি মানুষ আলকাতরাও নেয়, আমারও বিনা পয়সায় কাউন্সেলিং করানোর ইচ্ছা হয়েছিলো কিন্তু দেখলাম চা কফি খাওয়ার সময়ই ভলান্টিয়ার ঠিক হয়ে গেছে। তাতে অবশ্য ফ্রি সেশন পর্যবেক্ষণ করার আনন্দ কম হলনা। 

ক্লায়েন্ট রোল-এ যিনি ছিলেন তিনি একটি এইচ আই ভি প্রজেক্টের টিম লিডার ছিলেন। কাজের অতিরিক্ত চাপ তার জন্য মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছিলো। যখন তিনি অল্প অল্প করে সমস্যাগুলো প্রকাশ করছিলেন তখন যিনি মনোবিজ্ঞানী ছিলেন তিনি তার বাক্স থেকে ক্লায়েন্টের বর্ণনা অনুযায়ী চরিত্রগুলোকে তুলে নিয়ে টেবিলের উপর পুতুল দিয়ে সাজাচ্ছিলেন। প্রথমে অবশ্য তিনি ক্লায়েন্টের অনুমতি নিয়ে নেন। ক্লায়েন্টের নিজেকে রিপ্রেজেন্ট করার জন্যও দুইটি পুতুল ছিল, একটি একটু বড় (adult doll) যা ক্লায়েন্টের যৌক্তিক চিন্তার অবস্থাকে নির্দেশ করে, আরেকটি একটু ছোট সাইজের পুতুল (inner child doll)যা ক্লায়েন্টের মানসিক অবস্থাকে নির্দেশ করে। ক্লায়েন্টের বর্ণনা থেকে যতগুলো চরিত্র উঠে আসে তার প্রতিটির জন্যই দুটি করে পুতুল। ক্লায়েন্ট নিজেও পুতুলগুলোকে বাছাই করে নিতে পারে, চরিত্র অনুযায়ী মানানসই করে। এখানে সাইকোড্রামার কিছুটা আভাস পাওয়া যায়, যেখানে মানুষের দুইটি স্বত্বা ফুটে উঠে এবং স্বতঃস্ফূর্তভাবে গল্পটি চলতে থাকে। এছাড়াও আরো কিছু কিছু এক্সেসরিজ ব্যবহার করা হয় পরিস্থিতিকে সহজভাবে উপস্থাপন করার জন্য। যার ফলে দেখা যায় ক্লায়েন্ট যা বলছে তার হুবুহু রেপ্লিকেশন আমরা টেবিলের উপর নাটকের আকারে দেখতে পাচ্ছিলাম! ক্লায়েন্ট নিজেও নিজেকে, নিজের অনুভূতিগুলোকে, তার পরিবেশকে, পরিবেশের চরিত্রগুলোকে, তাদের অনুভূতিগলোকে চোখের সামনে দেখতে পাচ্ছিলো। যা কিনা ক্লায়েন্টকে নিজের সমস্যা এবং তার প্রকৃত কারণগুলোকে আরো ভালোভাবে বুঝতে  সহায়তা করছিলো। অর্থাৎ কাউন্সেলিং বা সাইকোথেরাপীর মাধ্যমে আমরা ক্লায়েন্টের যে সমস্যা এবং তার সমাধান সম্পর্কে যে অন্তর্দৃষ্টি (insight) সৃষ্টি করতে সহায়তা করি তা এই additional language- dolls এর ব্যবহারে অনেক সহজ হয়ে যায়।

সাইকোলজিস্ট যেহেতু একটি মাত্র সেশন-ই করে দেখানোর সুযোগ পেয়েছিলেন তাই পরবর্তি সেশনগুলোতে কিভাবে অগ্রসর হওয়া যায় সেই প্রসঙ্গে কথা বললেন এবং আমাদের প্রশ্নের উত্তর দিলেন। তিনি তার প্রাকটিসে এখন এই মাধ্যমটি ব্যবহার করেন এবং তিনি মূলত রিফুইজি ও মাইগ্রান্টদের নিয়ে কাজ করেন। এই বিষয়ক মাত্র একটি আর্টিকেল এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে। এ নিয়ে ম্যানুয়েল লেখার ইচ্ছা আছে কিনা জানতে চাইলে এ বিষয়ক আরো গবেষণার প্রয়োজনীতার কথা বলেন।

এই ছিলো আমার ট্রেনিং সেশনের অভিজ্ঞতা। কিন্তু বিষয়টির নতুনত্বের কারণে আমি আর্টিকেলটিও পড়ে ফেললাম। লেখকেরা মূলত আর্মড কনফ্লিক্ট এড়িয়াতে রিফুউজিদের নিয়ে এই মাধ্যমে কাজ করেছেন। কাউন্সেলিং ও ট্রেনিং করিয়েছেন। এর সুবিধা হিসাবে তারা বলেছেন যে এর মাধ্যমে ক্লায়েন্ট তার সমস্যাকে অনেক সহজেই ভিজুয়ালাইজ করতে পারে। ক্লায়েন্টের বর্ণনাকে সহজেই প্রতীকের মাধ্যমে উপস্থাপন করা যায়। যেমনঃ যৌতুকের সমস্যাকে কয়েনের দ্বারা, মদ্যপানের সমস্যাকে ছোট বোতলের মাধ্যমে, রাগী একজন মানুষকে হাত উঠানো পুতুলের দিয়ে আবার ক্লায়েন্টের সমস্যা সমাধানের ব্যাক্তিগত ইতিবাচক দিকগুলোকে গুপ্তধনের বাক্স দ্বারা!

এছাড়াও এর মাধ্যমে ক্লায়েন্ট তার নিজের এডাল্ট ডল অর্থাৎ তার যৌক্তিক মানসিক অবস্থা ও তার আবেগীয় (inner child doll) অবস্থার সাথে সমস্যাটি নিয়ে কথোপকথন চালাতে পারে, যা কিনা তার বাস্তবতা ও আবেগীয় অবস্থার মধ্যে যে দূরত্ব তা বুঝতে সহায়তা করে। আবার সমস্যা সমাধানে তার উপস্থাপিত অন্যান্য চরিত্রগুলো কিভাবে সহায়তা করতে পারে বা তারা কিভাবে দেখতে পারে সেই বিষয় উঠে আসে, যা কিনা অনেকটা সমস্যা সমাধানের দিকে এগিয়ে নিয়ে যায়।
পরিশেষে লেখকেরা এই টুলটি ব্যবহারে মন্তব্য করতে গিয়ে বলেছেন প্রথমদিকে কাজ করতে গেলে হয়তো হাস্যকর মনে হতে পারে কিন্তু অনুশীলন ও অভিজ্ঞতার মাধ্যমে এটি একটি শক্তিশালী অস্ত্রে পরিণত হতে পারে। সেশন শেষে অনুশীলনে আমি নিজেও অংশগ্রহণ করেছিলাম তাই আমিও লেখকদের সাথে একমত পোষণ করি।




৭টি মন্তব্য:

  1. Tahmina, I just loved your write up. It's very interesting and at the same time very helpful. Now I feel that we are becoming a eclectic approached therapist despite some other drawbacks. But really loved it and hope to hear from you more.

    উত্তরমুছুন
  2. Thank you apu for your nice feedback! It's really feeling good to get your comment. I was a bit nervous a bit when I was writing, your feedback helped me to enhance my confident. Thanks!

    উত্তরমুছুন
  3. ভালো লিখেছো তাহমিনা। তোমাকে ধন্যবাদ- তুষার

    উত্তরমুছুন
  4. সজল আপনার মন্তব্যটা এখানে দেখতে পাচ্ছিনা, কিন্তু আমি ইমেইলে রিসিভ করেছি। আপনাকেও অনেক ধন্যবাদ। লেখার আগেও আপনার মেসেজ ফেসবুকে পেয়েছি। আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদের আগ্রহই লেখার মূল অনুপ্রেরণা!

    উত্তরমুছুন
  5. Sundor likheso, Tahmina! Valo laglo je amader practice e diversity ashse.

    উত্তরমুছুন
  6. thank you apu! It's really good to get feedback, it's help to understand how I am doing. Thank you again!

    উত্তরমুছুন